বর্তমান বিশ্বে অনেক ধরনের খেলা প্রচলিত রয়েছে।যেমন:ফুটবল,ক্রিকেট,হকি,কাবাডি,দাবা,মুষ্টিযুদ্ধ প্রভূতি।আর এই খেলাগুলোর জন্য আলাদা আলাদা টুর্নামেন্টও হয়ে থাকে।কিন্তু এই টুর্নামেন্টগুলোতে একটি মাত্র খেলার আয়োজন করা হয়।তাই আমি মনে করি অলিম্পিক হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার আসর কারণ অলিম্পিক আসরে একসাথে অনেক খেলার আয়োজন করা হয়ে থাকে।