বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা হল হকি।
হকি একটি প্রাচীন ও জনপ্রিয় একটি খেলা। প্রতি দলে ১১ জন খেলোয়াড় নিয়ে দুটি দলের মধ্যে সমতল ঘাসযুক্ত মাঠ ও কৃত্রিম টার্ফের উপর বাঁকানো স্টিক ও বলের সাহায্যে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার সময় প্রত্যেক দলের লক্ষ্য থাকে স্টিকের সাহায্যে বলকে চালিয়ে বিপক্ষের গোল সীমানায় প্রবেশ করিয়ে স্কোর করা। আইস হকি থেকে এটিকে পৃথক করার জন্য সচরাচর এ খেলাকে ফিল্ড হকি বলা হয়। হকি খেলার মাঠ আয়তাকার এবং তার মাপ ১০০× ৬০ গজ। হকি খেলায় ব্যবহূত বলের ওজন ও পরিধি যথাক্রমে ৫.৫ আউন্স ও ২৩.৫ সেমি।
হকির উৎপত্তি নিয়ে মতভেদ থাকলেও ক্রীড়া গবেষকদের ধারণা, প্রায় পাঁচ হাজার বছর পূর্বে গ্রিসে হকি খেলার উদ্ভব ঘটেছিল। তিন হাজার বছর পূর্বেকার মিসরের একটি পিরামিডেও হকি খেলার দৃশ্য লক্ষ্য করা যায়। ১১২২ খ্রিস্টাব্দের ইউরোপের একটি দেয়াল চিত্রে এ সম্পর্কিত আরও প্রমাণ পাওয়া যায়।
গ্রিসে এই খেলার উৎপত্তি ধরা হলেও হকি খেলা পূর্ণতা পায় ইংল্যান্ডে।