পেনাল্টি আর কর্ণার ফুটবলের সাথে যুক্ত । সাধারণত কোন আক্রমণান্তক খেলার কোনো খেলোয়াড় যখন বিপক্ষ দলের গোলরক্ষকের এরিয়ার মধে্য ঢুকে পড়ে আর তখন যদি রক্ষণাত্নক কোনো খেলোয়াড় ফাউল করে দেয়, তখন রেফারির সিদ্ধান্তে পেনাল্টি হয় । আর কর্ণার তখন হয় যখন কোনো খেলোয়াড়ের গায়ে বল লেগে নিজের দলের গোলপোষ্টের ওপর বা তার পাশের সীমারেখা দিয়ে চলে যায় ।