দুই ভাবে অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করা যায়।
১. এ্যাপ বা সফটওয়ার এর মাধ্যমে। যেমনঃ vidmet
২. কোন রকম এ্যাপ ইন্সটল ছাড়াই। আজ আলোচনা করবো এই পদ্ধতি নিয়ে। এজন্য আপনাকে বেশ কিছু সাইটের লিস্ট দিবো, এসব সাইটের সাহায্যে আপনি ইউটিউব সহ আরও অনেক সাইট থেকে ভিডিও এবং অডিও ডাউনলোড করতে পারবেন।
ক) সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সর্ট কোড ব্যবহার করা। অর্থাৎ আপনি যে ভিডওটি ডাউনলোড করতে চার তার লিঙ্কে কিছু অক্ষর জুড়ে দিলেই ডাউনলোড হবে ভিডিও। এজন্য আপনার ইউটিউব ভিডও লিঙ্কে www. বা m. এর পরে ppp লিখে দিন। আর কিছুই করতে হবে না। বিস্তারিত এখানে দেখুন...
খ) savefrom.net: এই সাইট থেকেও ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার লিঙ্ক কপি করে সাইটের ডাউনলোড বক্সে পেস্ট করলেই ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন।
গ) omgdownloader.com: এটি দিয়ে ইউটিউব ফেসবুক সহ অন্তত ২৮ টি সাইট থেকে ডাউনলোড করা যায়। এটির সবচেয়ে বড় সুবিধা হল এখানে ভিডিও ডাউনলোডের পাশাপাশি একই ফাইল অডিও হিসাবেও ডাউনলোড করা যায়। এবং দুর্দান্ত ডাউনলোড স্পিড
ঘ) y2mate.com: এটিও উপরের সব সাইটের মতো ইউটিউব ভিডিও ডাউনলোডের একটি সাইট। তবে এটির খারাপ দিক হলো এটি বিরক্তিকর বিজ্ঞাপনে ভরা।