Android মোবাইলে যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য প্লে স্টোরে বেশ কিছু ভালো Apps পাওয়া যায়। তবে আমার কাছে সেরা মনে হয়েছে Remove.Bg নামের এই app টি। Play Store থেকে ইন্সটল করে দেখতে পারেন। আর আপনার কাছে যদি এর থেকে ভাল কোন app থাকে তবে অবশ্যই জানাবেন।