কুয়াকাটার প্রধান দর্শনীয় স্থান সমূহের একটি তালিকা নিচে তুলে ধরা হলঃ১. কুয়াকাটার কুয়া২. শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার:৩. নৌকা জাদুঘর :৪. কুয়াকাটা জাতীয় উদ্যান (ইকোপার্ক) :৫. গঙ্গামতির চর :৬. মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার :৭. গোড়া আমখোলাপাড়া রাখাইন পল্লী৮. আলীপুর ও মহিপুর মৎস্য বন্দর৯. নয়পাড়া বৌদ্ধবিহার১০. ইলিশ পার্ক এন্ড রিসোর্ট১১. শুটকি পল্লী১২. স্বপ্নরাজ্য পার্ক ও রিসোর্ট১৩. লেম্বুর বন১৪. ফাতরার বন১৫. লাল কাঁকড়ার চর১৬. পানি জাদুঘর১৭. সোনার চরএছাড়াও কিছু স্থান থাকতে পারে। তবে আরও বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে দেখুন
দৃষ্টি আকর্ষনঃ
বর্তমানে সাইটের প্রশ্ন ও উত্তর সমূহে ভুল বানানের প্রবনতা বৃদ্ধি পেয়েছে বলে পরিলক্ষিত হচ্ছে। যা কোন অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। ভবিষ্যতে ভুল বানানের কোন প্রশ্ন-উত্তর Approve করা হবে না।