সত্যেন্দ্রনাথ দত্ত
- জন্ম: ফেব্রুয়ারি ১১
- ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২
সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।
সত্যেন্দ্রনাথ দত্ত রচিত গ্রন্থ সমূহঃ
- কাব্যগ্রন্থ
- সবিতা (১৯০০)
- সন্ধিক্ষণ (১৯০৫)
- বেণু ও বীণা (১৯০৯)[৪]
- হোমশিখা (১৯০৭)
- ফুলের ফসল (১৯১১)
- কুহু ও কেকা (১৯১২) [৫]
- তুলির লিখন (১৯১৪)
- মনিমঞ্জুষা (১৯১৫)
- অভ্র-আবীর (১৯১৬)
- হসন্তিকা (১৯১৯)
- বেলা শেষের গান (১৯২৩)
- বিদায় আরতি (১৯২৪)