নীলদর্পন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মারেছিলেন।
১৮৭২ সালে কলকাতার ন্যাশানাল থিয়েটারে নীলদর্পন নাটকে নীলকর সাহেব মি. উড এর ভুমিকায় অভিনয় করেছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি। উড এর চরিত্রের অভিনয় দেখে আমন্ত্রিত অতিথি ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর মঞ্চে নিজের পায়ের জুতা ছুড়ে মেরেছিলেন। যদিও অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফি সে জুতোকে নিজের অভিনয়ের স্বার্থকতা মনে করে মাথায় তুলে নিয়েছিলেন।