সুলতানার স্বপ্ন মুলত ইংরেজি ভাষায় রচিত।
এটি সর্ব প্রথম প্রকাশিত হয় The Indian Ladies' Magazine ম্যাগাজিনে Sultana's Dream নামে।
সুলতানার স্বপ্ন অবিভক্ত ভারতবর্ষের তথা বর্তমান বাংলাদেশের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাসিকা। উপন্যাসিকাটি বাংলায় প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে মতিচূর ২য় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে।