মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা ৯ টি। সংস্কৃত মহাকাব্য রামায়ণ এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী নিয়ে ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত এই মহাকাব্য রচনা করেন। প্রধান চরিত্র রামায়ণ, মেঘনাদ, লক্ষণ, রাম, প্রমিলা, বিভীষণ, সিতা, শর্মা প্রভৃতি। প্রথম সর্গ (অধ্যায়) অভিষেক, নবম ও শেষ সর্গ সংস্ক্রিয়া।