উপরের লক্ষন সমূহ সাধারনত ফুসফুসের যক্ষ্মার ক্ষেত্রে দেখা যায়। ফুসফুস বহির্ভুত যক্ষার ক্ষেত্রে কাশি না থাকতে পারে কিন্ত বাকি লক্ষন সমূহ একই থাকে এবং সংক্রমনের স্থান ভেদে অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে।
দৃষ্টি আকর্ষনঃ
বর্তমানে সাইটের প্রশ্ন ও উত্তর সমূহে ভুল বানানের প্রবনতা বৃদ্ধি পেয়েছে বলে পরিলক্ষিত হচ্ছে। যা কোন অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। ভবিষ্যতে ভুল বানানের কোন প্রশ্ন-উত্তর Approve করা হবে না।