যক্ষ্মা একটি জিবানু ঘটিত বায়ু বাহিত মারাত্মক সংক্রামক রোগ। এই রোগের জিবানুর নাম মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস (Mycobacterium tuberculosis). এই জিবানু দিয়ে সৃষ্ট রোগকে TB বা যক্ষ্মা রোগ বলে।
দৃষ্টি আকর্ষনঃ
বর্তমানে সাইটের প্রশ্ন ও উত্তর সমূহে ভুল বানানের প্রবনতা বৃদ্ধি পেয়েছে বলে পরিলক্ষিত হচ্ছে। যা কোন অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। ভবিষ্যতে ভুল বানানের কোন প্রশ্ন-উত্তর Approve করা হবে না।