- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত হয়। যদিও ১৯০৮-১৯০৯ সালে বিভিন্ন পত্রপত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়েছিল।
এই বইয়ে মোট ১৫৭টি গীতিকবিতা রয়েছে।
গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি ইংরেজি ভাষায় 'Song Offerings' নামে প্রকাশিত হয়। ইংরেজি সংস্করনে মাত্র ৫৩টি কবিতা/গান স্থান পেয়েছিল।
ইংরেজি গীতাঞ্জলির কবিতা/গান সমূহ নিম্নক্ত গ্রন্থ থেকে সঙ্কলিত হয়েছিলঃ
- গীতিমাল্য থেকে ১৬টি,
- নৈবেদ্য থেকে ১৫টি,
- খেয়া থেকে ১১টি,
- শিশু থেকে ৩টি,
- কল্পনা থেকে ১টি,
- চৈতালি থেকে ১টি,
- উৎসর্গ থেকে ১টি,
- স্মরণ থেকে ১টি
- অচলায়তন থেকে ১টি
অর্থাৎ ইংরেজি গীতাঞ্জলিতে তিনি মোট ৯টি গ্রন্থের কবিতা বা গানের সন্নিবেশ ঘটিয়েছেন।
তথ্য সূত্র ও বিস্তারিত