ভাষাকন্যা ও প্রথম নারী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ৯ এপ্রিল, ২০২০ তারিখে মারা যান।
সুফিয়া আহমেদ
- জন্মঃ ২০ নভেম্বর, ১৯৩২
- মৃত্যুঃ ৯ এপ্রিল, ২০২০
- ভাষা আন্দোলনে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
- তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ।