বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম এবং অন্যতম বৃহৎ নদী হচ্ছে মেঘনা নদী । এই মেঘনা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণব্রাড়িয়া, নারায়নগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ, চাঁদপুর এবং লক্ষীপুর জেলার একটি নদী । নদীটির দৈর্ঘ্য ১৫৬ কিঃমিঃ , গড় ৩৪০০ মিঃ এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার ।